ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংক দখল করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। সমঝোতা না হলে যৌথভাবে অভিযানের চেষ্টা করা হবে বলেও জানা যায়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি জানান, ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। যদি এই পলিসি ব্যর্থ হয় তাহলে যৌথভাবে অভিযান চালানোর চিন্তাভাবনা করা হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংকের ভিতরে তিনজন ডাকাত অবস্থান করছে বলে জানা গেছে। ব্যাংকের আশেপাশে সম্পূর্ণ জায়গা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। দুপুরের দিকে ডাকাত সদস্যরা ব্যাংকে প্রবেশ করেন। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজা বন্ধ করে দেন।
আপনার মতামত লিখুন :