রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকায় নির্মাণাধীন একটি ভবনে রড বাঁকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৫)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল কুড়িগ্রামের কচাকাটা থানার মিরকামারি গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং শফিকুল একই এলাকার রমিজ উদ্দিনের ছেলে। কর্মসূত্রে তারা রাজধানীর ডেমরা এলাকায় ভাড়া থাকতেন।
নিহতদের একজনের স্বজন ইউসুফ আলী জানান, বিকেলে ডেমরার একটি নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের জন্য রড বাঁকা করছিলেন তারা। এ সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :