ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রাজধানীতে কীটনাশক পানে যুবকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:৫৬ পিএম
ফ্লাইট মিস করে হতাশায় কীটনাশক পান করে যুবকের মৃত্যু। ছবি- সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থানাধীন মোহাম্মাদিয়া গার্মেন্টসের পাশে একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলা থেকে মো. ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফরহাদ হোসেন ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি গ্রামের আব্দুর রব শেখের ছেলে। বর্তমানে তিনি খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

শুক্রবার (১৮ জুলাই) রাতে মালয়েশিয়া যাওয়ার ফ্লাইট ছিল ফরহাদের। তবে নির্ধারিত ফ্লাইট মিস করেন তিনি। সহকর্মীদের বরাতে জানা যায়, ফরহাদ দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মধ্যস্থতাকারী দালালরা যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ায় তার ফ্লাইট বাতিল হয়ে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

তার সহকর্মী আসিফ জানান, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রুমে দরজা বন্ধ করে ফরহাদ কীটনাশক পান করেন। বিষয়টি বুঝতে পেরে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি খিলক্ষেত থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’