রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগরের একটি বাসায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
শুক্রবার (১৮জুলাই) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
পরে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুর পৌনে ২টার দিকে শিশুর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করেন।
শিশুর মা রোজিনা বেগম বলেন, আমার শিশু মেয়ে মাদ্রাসার প্রথম শ্রেণিতে লেখাপড়া করত। গতকাল বিকেল ৫টার দিকে অভিযুক্ত মো. রুবেলের (৩৬) বোনের মেয়েদের সঙ্গে খেলতে যায়। পরে অন্যান্যরা খেলা শেষ করে নিচে নেমে যায়। সে সময় আমার মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় জোরপূর্বক অভিযুক্ত রুবেল তাকে ধরে রুমে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
তিনি বলেন, পরে মেয়ে বাসায় এসে কান্না করতে করতে বিষয়টি আমাকে জানায়। তখন তাকে নিয়ে কামরাঙ্গীরচর থানায় গিয়ে শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪)(খ) মামলা করি। এরপর আজ দুপুরের দিকে মেয়ের শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে ওসিসিতে ভর্তি দেন।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এস আই) আতিকুর রহমান জানান, শিশুটির মা মামলা করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাই। এর মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে আজ দুপুরের দিকে ওই শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ‘ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও তাকে আইনের আওতায় করতে তদন্ত শুরু করেছি। এরমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।