রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দিনে-দুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবকের। শনিবার (২৬ জুলাই) দুপুরে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি।
সুমনের স্ত্রী জানান, তারা ঘুরতে বের হয়ে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে পৌঁছালে সশস্ত্র ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। ছিনতাইকারীরা সুমনের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে চায়। বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে ছিনতাইকারীরা সুমনকে ছুরিকাঘাত করে মোবাইলটি নিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৩টার দিকে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন :