ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বাড্ডায় ভবন থেকে পড়ে ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৩:৫৪ পিএম
প্রতীকী ছবি। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীর বাড্ডার পোস্ট অফিস গলিতে একটি দ্বিতীয় তলা ভবন থেকে পড়ে মো. পলাশ (৩৫) নামের এক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ ঢাকার নবাবগঞ্জ উপজেলার জৈনপুর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। তিনি পরিবারসহ বাড্ডার পোস্ট অফিস গলির নিজ বাসায় বসবাস করতেন এবং নিজস্ব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন।

পলাশের ভাই আকাশ জানান, ‘দুপুর দেড়টার দিকে দোতলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায় আমার ভাই। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানের চিকিৎসক দুপুর আড়াইটার দিকে ভাইকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।