ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

রাজধানীতে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৩:১৪ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীর লালবাগ থানার ৩ নম্বর জগন্নাথ শাহ লেনে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে সোলেমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। 

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোলেমান একটি রেস্টুরেন্টে চাকরি করার পাশাপাশি লেখাপড়া করতেন।

বাড়ির মালিক মাইনুদ্দিন জানান, তার ছেলে ও সোলেমান ছোটবেলা থেকেই বন্ধু ছিল। ঘটনার রাতে সোলেমান কাজ শেষে তাদের বাসায় আসে। এরপর তারা দুজন ছাদে বসে গল্প করছিলেন। 

একপর্যায়ে সোলেমান তার বন্ধুকে বলেন যে তার শরীর দুর্বল লাগছে। তখন তার বন্ধু তাকে বাসায় চলে যেতে বললে সোলেমান কিছুক্ষণের মধ্যে যাবেন বলে জানান।

মাইনুদ্দিনের আরও জানান, এর কিছুক্ষণ পর হঠাৎ করেই সোলেমান তিনতলার ছাদের রেলিংয়ের পিছন দিক থেকে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, সোলেমানের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। 

বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে এবং তারা তদন্তের জন্য কাজ শুরু করেছে।