ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

রাতে অতিরিক্ত মদ্যপান, সকালে মিলল দুই আদিবাসীর মরদেহ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৭:২৯ পিএম
প্রতীকী ছবি

রাতে ঢাকার ধামরাইয়ে ভাড়া বাসার ‍নিজ ঘরে ‘অতিরিক্ত মদ্যপান’ করে ঘুমিয়েছিলেন বিপ্লব কুজুর (২৭) ও সুধীর (৪৫) নামে দুই আদিবাসী। সকালে পরিবারের লোকজন গিয়ে দেখে তাদের নিথর দেহ পড়ে আছে। পরে তাদের মরেদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম আদর্শ গ্রামের ভ্যানচালক আবুল কাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুইজনই ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার এসআই মো. ফারুক হোসেন।

নিহতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার শঠিবাড়ী গ্রামের মৃত বাবলু কুজুর ছেলে বিপ্লব কুজুর ও একই থানার হলদিবাথান গ্রামের মৃত ভুবন দালালের ছেলে সুধীর। তারা আবুল কাশেমের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং কুইচ্চা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিজ ঘরের ভিতরে অতিরিক্ত মদপান করে ঘুমিয়ে যায় বিল্পব কুজুর ও সুধীর। পরে আজ সকালে পরিবারের লোকজন তাদের ঘরের ভিতরে গিয়ে দেখে দুইজনের নিথর দেহ পড়ে আছে। 

পরে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে থানায় নিয়ে আসে।

এই বিষয়ে ধামরাই থানার এসআই মো. ইব্রাহিম পাটোয়ারী বলেন, মদপানে দুই ব্যক্তি মৃত্যুর খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি। স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি তারা রাতে মদপান করে ঘরের ভিতরে পড়ে ছিল। 

মরদেহের সুরতেহাল করে ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। 

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ময়না তদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে জানান ওসি।