ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

‘শাশুড়ির ওপর অভিমানে’ নিজেকে শেষ করে দিলেন প্রবাসীর স্ত্রী

বগুড়া প্রতিনিধি ও দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৯:২১ পিএম
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামে শাশুড়ির ওপর অভিমান করে রাহেলা আক্তার মীম (২০) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার চামরুল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রাহেলা আক্তার মীম ওই এলাকার সোহেল রানার স্ত্রী।

জানা গেছে, চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের সোহেল রানা বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতিতে তার স্ত্রী রাহেলা আক্তার মীম শ্বশুরবাড়িতে শাশুড়িসহ বসবাস করতেন। শাশুড়ির সঙ্গে বনিবনা না হওয়ায় গৃহবধূ বেশ কিছুদিন ধরে তার বোনের বাড়িতে থাকতেন।

গত বুধবার সোহেল রানা ছুটিতে দেশে এলে স্ত্রী মীম শ্বশুরবাড়িতে ফেরেন। অপরদিকে গৃহবধু বাড়িতে এলে তার শুশুড়ি বোনের বাড়িতে বেড়াতে যান।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে সোহেল রানা বেড়াগ্রাম বাজারে যান। বাজার থেকে ফিরে বাড়িতে এসে তিনি শয়নকক্ষে স্ত্রীর ঝুলন্ত মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে দেখতে পান।

পরিবার সূত্রে জানা যায়, শাশুড়ির ওপর অভিমান করে রাহেলা আত্মহত্যা করেছেন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।