রাজধানীর পল্টন থানার প্রেসক্লাব মেট্রোরেল স্টেশনে অসুস্থ হওয়া ব্যক্তি ঢামেকে মারা গেছেন। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অসুস্থ মানুষটিকে হাসপাতালে নিয়ে আসা মেট্রোরেল স্টেশনের কর্মচারী মো. আজাদ জানান, ‘সন্ধ্যার দিকে ওই ব্যক্তি মেট্রোরেলের যাত্রী হিসেবে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি প্রেসক্লাব মেট্রোরেল স্টেশনে নেমে যান। এরপর অচেতন অবস্থায় আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘ওই ব্যক্তির কাছে থাকা মোবাইলে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা ঢাকা মেডিকেলে আসছেন বলে আমাদের জানিয়েছেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।