ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বুড়িগঙ্গার তীরে নসরুল হামিদের অবৈধ বাংলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৩:৩৯ পিএম
ভেঙে ফেলা হচ্ছে নসরুল হামিদের অবৈধ বাংলোবাড়ি। ছবি- সংগৃহীত

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযানের শুরুতেই পোস্তগোলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ বাংলোবাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

বুধবার (২০ আগস্ট) দুই দিনের এই বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, নদীর জায়গা ভরাট করে এক একরেরও বেশি সময় ধরে অবৈধভাবে তৈরি করা হয়েছে বাংলো বাড়িটি। এটি পুরোপুরি ভাঙার কাজ চলছে।

এর আগে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশনের নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

অভিযানে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরবর্তী অংশ। এই এলাকাগুলো থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণ করা হবে।

এ জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্বও পালন করা হবে। এ সময় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দখল ও স্থাপনার কারণে নদী সংকুচিত হয়ে পড়ছে।

এতে পরিবেশ ও নৌ-নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সে কারণে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেই স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে।