ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

রাজধানীর চান গ্রুপের কালাচান গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৪:২৪ পিএম
চান গ্রুপের প্রধান সোহেল ওরফে কালাচান গ্রেপ্তার। ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে চান গ্রুপের প্রধান সোহেল ওরফে কালাচানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে রায়েরবাজারের ইদ্রিস খান রোডের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

কালাচানের বাড়ি বরগুনার আমতলী থানার রাঙ্গাবালী গ্রামে। তার বাবার নাম হাসান মিয়া। বর্তমানে তিনি মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোডে ভাড়া বাড়িতে থাকতেন।

মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ সোহেল ওরফে কালাচানকেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, কালাচান দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় চান গ্রুপ নামে একটি কিশোর গ্যাং চালাচ্ছে। আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।