রাজধানীর শাহবাগ থানার বকশিবাজার মোড়ের ফুটপাত থেকে মো. সেলিম রেজা আকন্দ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭৪ বছর।
শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেলিম রেজা রাজশাহীর বাঘমারা উপজেলার সায়-গনকপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত শরাফত আকন্দের ছেলে। বর্তমানে তিনি রামপুরার ওয়াবদা রোডে বসবাস করতেন।
এ বিষয়ে নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, আজ সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, ওই বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি কেন বা কোন কাজে বকশিবাজার মোড়ে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তার পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঢামেকে পৌঁছাচ্ছেন।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ-সংক্রান্ত আইনি প্রক্রিয়াও চলমান।