কালো দিবসের আলোচনা অনুষ্ঠানে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যের মাধ্যমে আমাকে মিসকোট করা হয়েছে। দায়িত্ব ছেড়ে দেব এমন কথা বলিনি। আমি বলেছি, কোথাও বাধা আসলে তখন সেটি সবাইকে অবগত করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
তিনি বলেন, এটা পবিত্র আমানত, যতদূর পারি সবাইকে সাথে নিয়ে করবো। এখন পর্যন্ত সবাই সহযোগিতা করছে।
এর আগে, শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ড. নিয়াজ আহমদ খান বলেন, এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক। আমরা ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা করছি। কমিশনের নির্দেশনা অনুযায়ী সবকিছু সম্পন্ন হচ্ছে। সব অংশীজনের সঙ্গেও আলোচনা করা হয়েছে।
উপাচার্য আরও বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় বজায় আছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেকোনো পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি সব অংশীজন, সহ সেনাবাহিনীকে একসাথে মিলে শান্তিপূর্ণ ও সুবিন্যস্ত ভোটের জন্য কাজ করার আহ্বান জানান।