ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: স্বামীর পর চলে গেলেন স্ত্রীও 

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৩১ এএম
জাতীয় বার্ন ইনস্টিটিউট। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিসিক শিল্পাঞ্চল এলাকায় জমা গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্বামীর পর স্ত্রী বাচা চৌধুরী (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়।

এর আগে তার স্বামী মানব চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাচা চৌধুরীর শরীরে প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

বাচা চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। তিনি বর্তমানে স্বামীর সাথে সোনারগাঁয়ের কাচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
 
গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় জমা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাচা চৌধুরী ও তার স্বামীসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। বর্তমানে তার তিন মেয়ে তিন্নি (১২) ২২ শতাংশ, মুন্নি (১৪) ২৮ শতাংশ ও মৌরি (৬) ৩৬ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।