জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে পৃথিবীর বিভিন্ন শহরে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুদূষণ স্কোর ৬৪, যা সহনীয় হিসেবে বিবেচিত হয়।
শহরটি এ অবস্থায় বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৩তম অবস্থানে রয়েছে।
একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যেখানে বায়ুদূষণের স্কোর ১৫৯। দ্বিতীয় অবস্থানে আছে ফিলিপাইনের ম্যানিলা (১৫৭ স্কোর) এবং তৃতীয় অবস্থানে চীনের বেইজিং (১৩৭ স্কোর)। চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে পাকিস্তানের করাচি (১৩৪ স্কোর) এবং আফগানিস্তানের কাবুল (১৩২ স্কোর)।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রতিমুহূর্তের বাতাসের মান মাপার জন্য একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ব্যবহার করে। শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো, ৫১ থেকে ১০০ সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বলে ধরা হয়।
ঢাকার বায়ুদূষণ শিশু, প্রবীণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাইঅক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাইঅক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)-এর ওপর ভিত্তি করে।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং তীব্র শ্বাসযন্ত্র সংক্রমণের ফলে বিশ্বে বছরে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।
 

 
                             
                                    
-20250912173947.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন