ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্রী হোস্টেলে ঝুলছিল ভারতীয় শিক্ষার্থীর দেহ

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:০৩ পিএম
ছবি- সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার-ভিউ এলাকার আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক মেডিকেল শিক্ষার্থীর (ভারতীয় নাগরিক) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নিদা খান (১৯)।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছরোয়ার হোসেন জানান, আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজ হাসপাতালের (ব্লক-এ, প্লট নম্বর ১১০৯) ষষ্ঠ তলার নিজ রুমে ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গেছে, নিদা খান ভারতের রাজস্থানের নাগরিক। তিনি মেডিকেল কলেজটির এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম আ. আজিজ খান।

নিদা খান ফরেন হোস্টেলে থাকতেন। তার রুমমেটরাও ভারতীয় নাগরিক। শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সাথে একসাথে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর রুমে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তার পাশের রুমের শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে রাত ২টার দিকে হোস্টেল সুপারসহ কলেজ কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে তার রুমের দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছেন তিনি।

সহপাঠীদের বরাত দিয়ে এসআই মো. ছরোয়ার হোসেন জানান, পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে ডিপ্রেশনে আত্মহত্যা করতে পারেন নিদা খান। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।