নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় নিজ বাড়িতে প্রবেশ করতে গিয়ে ছেলের বাধার মুখে পড়েছেন ৬২ বছর বয়সি এক বৃদ্ধ মা। এ ঘটনায় ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার (১৪ জুলাই) দুপুরে। ভুক্তভোগী বিলকিস আক্তার দীর্ঘদিন বড় মেয়ের বাড়িতে থাকলেও সেদিন নিজ বাড়ির দোতলার ফ্ল্যাটে ফিরতে গেলে ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভ (৩২) তাকে প্রবেশ করতে দেননি।
এমনকি সিঁড়ির লোহার গেটে তালা লাগিয়ে দেন, যাতে মা ঘরে উঠতে না পারেন। বাধা পেয়ে বাড়ির সিঁড়ির পাশে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসে থাকেন তিনি।
বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। তাদের সামনেই মা ও ছেলের পক্ষে থাকা লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে থানায় নিয়ে যায়।
নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আলোচনার সময় ছেলের আচরণে আরও উত্তেজনা দেখা দিলে তাকে আটক করা হয়। পরে বিলকিস আক্তার ছেলের বিরুদ্ধে মামলা করেন। হামলায় জড়িত থাকার অভিযোগে আরও দুজন চকদেব এলাকার মোহাম্মদ খোকন (৪৫) ও কাজীর মোড়ের নাহিদ ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়।’
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, ২০২১ সালে স্বামীর মৃত্যুর পর থেকে বসতবাড়ির সম্পত্তি নিয়ে বিলকিস আক্তার ও তার একমাত্র ছেলের মধ্যে বিরোধ চলছিল। ছেলে সৌরভ বাড়ির পুরো মালিকানা দাবি করে মায়ের ওপর চাপ সৃষ্টি করলেও তিনি ও তার দুই মেয়ে তাতে রাজি হননি। সেই থেকেই পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে।