প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করেছেন একটি অডিও রেকর্ড, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ আখ্যা দিয়েছেন।
৫ মিনিট ২৬ সেকেন্ডের ফোনালাপে শেখ হাসিনা বলেন, “জাতীয় পার্টি আর দরকার নেই। এবার একটারও ছাড়ব না।” এই ফোনালাপটি গত বছরের জুলাইয়ে দেশের কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে হয়েছে।
অডিওতে শেখ হাসিনা ও জাহাঙ্গীর কবির নানকের মধ্যে কথোপকথনে দেখা যায়, মোহাম্মদপুর ও পল্লবীর পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেন। শেখ হাসিনা নানককে বলেন, “জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়?” নানক উত্তর দেন, “একেবারে ছাইকা ফেলতে হবে।”
এর আগে রোববার (১৭ আগস্ট) একই সাংবাদিক শেখ হাসিনার সঙ্গে জাসদের সভাপতি হাসানুল হেন ইনুর ফোনালাপ ফাঁস করেন। ওই রেকর্ডে শেখ হাসিনা ইনুর সঙ্গে দেশের ইন্টারনেট চালুর ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন।
ফাঁস হওয়া ফোনালাপগুলোর মধ্যে শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথোপকথনও রয়েছে, যা গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে রেকর্ড করা হয়েছিল। সাম্প্রতিক এক বছরে হাফ ডজনেরও বেশি কল রেকর্ড ফাঁস হয়ে এসেছে, যা রাজনৈতিকভাবে তুমুল আলোচনার সৃষ্টি করেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন