আলোক হেলথকেয়ার লিমিটেড ও এনসিসি ব্যাংক পিএলসি’র মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার একটি নতুন দিক উন্মোচিত হলো।
রোববার (৩ আগস্ট ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারিত্ব শুধু দুটি প্রতিষ্ঠানের জন্য নয়, বরং দেশের স্বাস্থ্যখাত ও সাধারণ মানুষের কল্যাণে একটি ইতিবাচক অগ্রগতি। তারা ভবিষ্যতেও একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
চুক্তির আওতায় যৌথভাবে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং আর্থসামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলোক হেলথকেয়ার লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আব্দুস সবুর মিয়া এবং জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. হাসিনুর রহমান।
অন্যদিকে, এনসিসি ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, চুক্তিটি স্বাস্থ্যসেবা ও করপোরেট সামাজিক দায়িত্বের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন