ক্রমাগত ধর্ষণ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ৷ মানববন্ধনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরও সোচ্চার হয়ে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় ৷
শনিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের পরিস্থিতি এখন খুবই নাজুক। আমাদের এখনই ঘুরে দাঁড়াতে হবে। অন্যথায় এর খারাপ প্রভাব সকলের মাঝে পড়বে। দেশকে স্থিতিশীল করার এখনই সময়। এতে যদি আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা না করে তাহলে শিক্ষার্থীরাই কমিটি গঠন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করবে৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, সারাদেশে যেভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং ধর্ষণ বৃদ্ধি পেয়েছে আমরা সেসবের তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানাই। বর্তমান নাজুক পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই আপনি সবর হোন, ধর্ষক ও আর পরিস্থিতি অবনতির জন্য দায়ীদের শাস্তির আওতায় নিয়ে আসুন। যদি আপনি যদি ব্যর্থ হন তাহলে এ পদে থাকার যোগ্যতা নেই।
বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, বর্তমান সময়ের লাগাতার ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রযন্ত্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী। তিনি দেশের স্থিতিশীলতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। তার নিষ্ক্রিয়তার জন্য দেশে আমার বোনদের ধর্ষণ করা হচ্ছে। মেয়েরা বাইরে নিরাপত্তা পাচ্ছেন না ৷ এভাবে চলতে পারে না৷ তিনি যদি আরও সক্রিয় না হন এবং অপরাধীদের গ্রেফতার না করেন তাহলে আমরা তার পদত্যাগের জন্য কঠোর কর্মসূচি গ্রহণ করব।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031234404.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন