বর্বর ইসরায়েল কতৃক ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আগামী ৭ এপ্রিল (২০২৫) ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস, ল্যাব ও পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি জরুরি নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। 
এতে বলা হয়, ‘আমরা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গাজার জনগণের প্রতি অটল সংহতি প্রকাশ করছি। আমরা গ্লোবাল স্ট্রাইকে অংশ নিয়ে গাজার জনগণের ওপর চাপিয়ে দেওয়া সন্ত্রাসী ইসরায়েলের দখলদারিত্ব, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি। এ জন্য আমরা কোনো ক্লাস, ল্যাব কিংবা পরীক্ষায় অংশ নেব না।’
এই সিদ্ধান্তের পূর্বে NSTU ALL DEPARTMENT & ALL BATCHES অফিসিয়াল ফেসবুক গ্রুপে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া হয়, যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এ উদ্যোগকে সমর্থন জানান।
নোটিশে আরও বলা হয়, ‘এটি শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, এটি মানবাধিকারের, মর্যাদার এবং ন্যায়ের বিষয়। আমাদের নীরবতা হবে সহঅপরাধের সমান। তাই আমরা শান্তি, স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে অবস্থান নিচ্ছি।’
এ ব্যাপারে নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বনি ইয়ামিন বলেন, ‘আমরা মনেকরি এখন নীরব থাকাটা অন্যায়ের পক্ষে দাঁড়ানোর শামিল। বিশ্বব্যাপী যখন গাজার মানুষ নৃশংস গণহত্যার শিকার হচ্ছে, তখন আমাদের অবস্থান স্পষ্ট করা জরুরি। তাই গাজাবাসীর ডাকে সাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে আমরা তাদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছি। তবে আমরা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে কথা বলে জেনেছি আগামীকাল কোনো সেমিস্টার এক্সাম নেই। তাই শুধু ক্লাস-ল্যাবে আমরা কেউ অংশগ্রহণ করবো না।’
শিক্ষার্থীরা ‘Freedom for Palestine, Justice for Gaza’- এই স্লোগানে তাদের দাবি ও প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন। একইসঙ্গে সামাজিক মাধ্যমে প্রচারের জন্য হ্যাশট্যাগ দিয়েছেন: #StrikeForGaza #StandWithGaza #FreePalestine।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031234404.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন