সোমবার, ১২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৬:২৫ পিএম

বাকৃবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা 

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৬:২৫ পিএম

বাকৃবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ছবি-রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১২ মে) সকাল ১০টায় কৃষিবিদদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে করা আন্দোলনে এ ঘোষণা দেন তারা।

কৃষি অনুষদ ছাত্র সমিতির কার্যালয়ের সামনে এ আন্দোলনের সূচনা হয়।

এ সময় শিক্ষার্থীরা কৃষি সচিবের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা না হওয়া পর্যন্ত অনুষদের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে জানান।

এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কৃষি অনুষদের করিডরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেআর মার্কেট হয়ে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।

এরপর সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

শিক্ষার্থীরা জানান, এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে শুরু করে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কৃষি অনুষদের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।   

কৃষি অনুষদের একজন শিক্ষার্থী বলেন, আমাদের ৬ দফা দাবির বিষয়ে আগামীকাল বিকেল সাড়ে তিনটায় কৃষি সচিবের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, সেই বৈঠকের আগ পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষা থেকে বিরত থাকছি। যদি ফলাফল আমাদের পক্ষে না আসে, তাহলে দেশব্যাপী কৃষিবিদ ব্লকেডের কর্মসূচি দেওয়া হবে।  

নাম প্রকাশ না করার শর্তে বাকৃবির চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘদিন ধরে কৃষিবিদদের প্রতি পেশাগত অবহেলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এবার আমরা আর চুপ থাকব না।

তিনি বলেন, আমাদের ৬ দফা দাবি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, ভবিষ্যতের কৃষি ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যও গুরুত্বপূর্ণ। প্রশাসন যদি এই যৌক্তিক দাবিগুলো আমলে না নেয়, তাহলে আমরা আন্দোলনের পরিসর আরও বাড়াতে বাধ্য হব।

উল্লেখ্য, এর আগে কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের ‘অযৌক্তিক’ দাবির প্রতিবাদে ছয় দফা দাবি পেশ করেন বাকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!