তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বুয়েটের রেজিষ্টার বিল্ডিংয়ের সামনে অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা
এ সময়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়-
১/ ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বি.এস.সি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
২/ টেকনিকাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বি.এস.সি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষার সুযোগ দিতে হবে।
৩/ বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন না, এই মর্মে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে।
তিন দফা দাবি ঘোষণা করে রেজিষ্টার বিল্ডিংয়ের সামনে থেকে পলাসির মোড় প্রদক্ষিণ করে বুয়েট শহীদ মিনারে গিয়ে মিছিল শেষ করে শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :