২০২৫ সালের এসএসসি পরীক্ষায় রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ আবারও প্রমাণ করল তাদের সাফল্যের ধারা। এবারের ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ৮২৭ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩৩ জনই পেয়েছে জিপিএ-৫, যা শতকরা হিসেবে ৮৮ দশমিক ৬৩ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কলেজটির বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করে ৭৭৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ৭১১ জন জিপিএ-৫ অর্জন করেছে। এখানে জিপিএ-৫ প্রাপ্তির হার ৯১ দশমিক ৭৪ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৫২ জনের মধ্যে ২২ জন পেয়েছে জিপিএ-৫; এ বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির হার ৪২ দশমিক ৩১ শতাংশ।
সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৮৮ শতাংশে।
রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুনীর আহমেদ বলেন, এই ফলাফল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কলেজ প্রশাসনের সম্মিলিত পরিশ্রমের ফসল। আমরা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকি না, ছাত্রছাত্রীদের নৈতিকতা, মননশীলতা ও আত্মবিশ্বাস তৈরির দিকেও গুরুত্ব দিয়ে থাকি। আমরা গর্বিত আমাদের শিক্ষার্থীদের নিয়ে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবিহা রহমান জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত। সে জানায়, আমাদের কলেজে পড়াশোনার পরিবেশ খুব ভালো। নিয়মিত পরীক্ষা, শিক্ষকদের আন্তরিকতা এবং নিজেদের পরিশ্রমই এই সফলতার পেছনে কাজ করেছে। আমি ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চাই।
এক অভিভাবক মো. মিজানুর রহমান, যার ছেলে এই বছর জিপিএ-৫ পেয়েছে, তিনি বলেন, ‘রাজউকে ভর্তি করানো ছিল আমার জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত। শিক্ষকরা ছাত্রদের ভবিষ্যৎ গড়ার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেন। আজ ছেলের ফলাফল দেখে আমি গর্বিত ও কৃতজ্ঞ।’
এই অসাধারণ ফলাফল আবারও প্রমাণ করল, পরিকল্পিত প্রস্তুতি, সময়ানুবর্তিতা এবং সঠিক দিকনির্দেশনা থাকলে কোনো লক্ষ্যে পৌঁছানো অসম্ভব নয়। রাজউক উত্তরা মডেল কলেজের এই অর্জন ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য একটি প্রেরণা হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :