বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৪:৩০ পিএম

সচিবালয়ে মুখোমুখি পুলিশ ও এসএসসি ফেল করা শিক্ষার্থীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৪:৩০ পিএম

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সচিবালয়ের অভিমুখে পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়ে। ছবি- সংগৃহীত

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সচিবালয়ের অভিমুখে পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়ে। ছবি- সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য একদল শিক্ষার্থী সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।

এর আগে শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে তারা সচিবালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে সেখানে পৌঁছার আগেই তাদের থামিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শিক্ষার্থীরা জানান, চলতি বছরে সাড়ে ছয় লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় ফেল করেছেন। তাই দ্রুত সাপ্লিমেন্টারি (অতিরিক্ত) পরীক্ষার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আহ্বান, আপনি আমাদের হতাশার কারণগুলো অনুধাবন করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবেন। দেশের লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ যেন অন্ধকারে না হারিয়ে যায়, সেই পদক্ষেপ আপনার পক্ষ থেকেই আশা করছি।’

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো

১.বোর্ডভেদে প্রশ্নপত্রের মান ও জটিলতায় যে বৈষম্য ছিল তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

২.অকৃতকার্যদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার দ্রুত সময়সূচি ঘোষণা করতে হবে, যেন তারা একাডেমিক বছর হারিয়ে না ফেলে।

৩. এমসিকিউ (MCQ) ও সিকিউ (CQ) পৃথকভাবে পাশ করার শর্ত তুলে দিয়ে সামগ্রিক নম্বর বিবেচনায় পাশ করানোর ব্যবস্থা করতে হবে।

৪. যেসব শিক্ষার্থী ফেল করেছে তাদের জন্য কলেজে ভর্তির নিশ্চয়তা দিতে হবে। যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য কিছুটা সময় লেগেও যায়, তবুও উত্তীর্ণদের পরবর্তীতে কলেজে ভর্তি করার লিখিত নিশ্চয়তা দিতে হবে।

 

Shera Lather
Link copied!