সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে অফিসিয়াল পেজের উদ্বোধন করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের নামে চালানো ভুয়া পেজের অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার নিজ কার্যালয়ে ‘Islamic University, Bangladesh’ নামে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এ পেজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘অফিসিয়াল পেজ না হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অন্যরা বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের সুযোগ নিতে পারে, যার অনেক খারাপ ফলাফল রয়েছে। এই সুযোগ বন্ধ করার জন্য আমরা আজ অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন করেছি।’
তিনি এটিকে বিশ্ববিদ্যালয়ের অথেন্টিক পেজ হিসেবে গ্রহণের জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানান।
উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে যারা অননুমোদিত বা ভুয়া পেজ ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সিন্ডিকেটের মাধ্যমে নিশ্চিত করা হবে।
ভুয়া পেজের অ্যাডমিন এবং যারা পেজগুলো ব্যবহার করে লাইভে যায়, তাদের বিস্তারিত তথ্য আইসিটি সেলে দেওয়ার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন তিনি।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে চালু ভুয়া পেজগুলোর অপসারণ কেবল সরকারের পক্ষেই সম্ভব। সাংবাদিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকলের দায়িত্ব হলো, পেজটিতে ফলো দেওয়া। ফলোয়ার যত বাড়বে তত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইবির ফেসবুক পেজের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের প্রেস বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত আপলোড করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন