ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনে ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের মতামত যাচাইয়ে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ।
রোববার (৩১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মুহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসী ও দখলদার চক্রকে হল থেকে বিতাড়িত করে যে ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল, তা ছাত্রসমাজের জন্য এক অনন্য মাইলফলক। কিন্তু সম্প্রতি কিছু ছাত্র সংগঠন গোপনে হলগুলোতে রাজনৈতিক কার্যক্রম শুরু করে এবং প্রকাশ্যে কমিটি ঘোষণা করে সেই অর্জন নস্যাৎ করার চেষ্টা করছে।
ছাত্রপক্ষের নেতারা অভিযোগ করেন, এ ধরনের পদক্ষেপ হলে গেস্টরুম-গণরুম সংস্কৃতিকে ফিরিয়ে আনার অপচেষ্টা এবং শিক্ষার্থীদের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি নতুন হুমকি। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
বিবৃতিতে আরও বলা হয়, হলে রাজনীতি ফিরিয়ে আনার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আসন্ন ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক গোষ্ঠীর আধিপত্য বিস্তারের জায়গা নয় উল্লেখ করে ছাত্রপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের জনমত যাচাইয়ে ডাকসুর সঙ্গে যৌথভাবে গণভোট আয়োজনেরও আহ্বান জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রপক্ষের নেতারা বলেন, ‘ষড়যন্ত্র ও দখলদারী রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেবল সম্মিলিত অবস্থানই ক্যাম্পাসে একটি নিরাপদ, স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন