বেসরকারি কলেজের ডিগ্রি (পাস) পর্যায়ের তৃতীয় শিক্ষকরা এবার এমপিওভুক্তির সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা চেয়ে নির্দেশনা জারি করেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ২০১৭ সাল থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত, তবে এনটিআরসিএ ছাড়া ডিগ্রি (পাস) পর্যায়ের তৃতীয় শিক্ষকদের তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে এ ধরনের শিক্ষকদের এমপিওভুক্তির জন্য আবেদন ও সিদ্ধান্ত নেওয়া হলেও তা ছিল বিচ্ছিন্নভাবে। নতুন করে জমা পড়া আবেদনগুলোও পর্যায়ক্রমে বিবেচনা করা হয়েছে। একীভূত সিদ্ধান্তের অভাবে শিক্ষা মন্ত্রণালয় মাউশি অধিদপ্তরের কাছে প্রকৃত তালিকা প্রণয়নের নির্দেশ দেয়।
এ জন্য সংশ্লিষ্ট অঞ্চলে পত্র যোগাযোগের মাধ্যমে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত অথচ এমপিওভুক্ত না হওয়া সব তৃতীয় শিক্ষকের তালিকা মাউশি অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।