ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ১০৫ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়ে পুরো জেলায় শতভাগ পাসের একক রেকর্ড গড়ে।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন শিক্ষার্থী। এবার বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীর সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এসএসসি ও সমমানের বৃত্তির ফলাফলে প্রতিষ্ঠানটির ১৭ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—মো. জুবায়ের ইসলাম, মো. সবর ইসলাম, তাসনিম হোসেন তানহা, ইসমাইল হোসেন ইমন, সাদমান মুক্তাদিন অন্তু, ইফতেখার আহমেদ জিসান, অভিষেক আহমেদ আবির, মাহাদি ইসলাম আলভী, মো. তরিকুল ইসলাম, মো. তুষার, ইষান আল রাহী, মো. মমশাদ হোসেন, তানহা আলম মমো, উদিতা আক্তার মরিয়ম, মোসা. মায়মুনা বেগম, আমেনা বেগম এবং মারিয়া আক্তার মিম।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, ‘শুধু শতভাগ পাস নয়, মেধা ও যোগ্যতার ক্ষেত্রেও আমাদের শিক্ষার্থীরা এগিয়ে। বৃত্তিপ্রাপ্ত এই শিক্ষার্থীরা হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সক্ষমতার প্রতিচ্ছবি।’
তিনি আরও বলেন, ‘এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমরা আরও বড় অর্জনের দিকে এগিয়ে যাব।’