জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফল আজ শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করা সম্ভব হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম জানিয়েছেন, বিদ্যমান লোকবল দিয়ে রাত ১০ থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশ করা সম্ভব হতে পারে।
তিনি বলেন, ‘আজ বিকেলের মধ্যে আমরা হয়তো হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব, কিন্তু সম্পূর্ণ ফল প্রকাশের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এখনো তিনটি হলে ভোট গণনা চলছে। এগুলো হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, ১৩ নং ছাত্রী হল এবং শহীদ রফিক-জব্বার হল। বাকি তিনটি হলে গণনা এখনো শুরু হয়নি- প্রীতিলতা হল, তারামন বিবি হল এবং তাজউদ্দীন হল। বাকি ১৫টি হলের ভোট গণনা এর মধ্যেই শেষ হয়েছে।
নির্বাচনে মোট ভোটার ১১,৭৪৩ জন, ভোট পড়েছে প্রায় ৬৭-৬৮ শতাংশ। ভোটগ্রহণ শেষ হয় গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায়, তবে সারিতে থাকা ভোটারদের জন্য কিছুটা সময় বর্ধিত করা হয়েছিল। রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনায় বিলম্বের কয়েকটি কারণও জানান একেএম রাশিদুল আলম। প্রাথমিকভাবে ওএমআর মেশিন ব্যবহার করার পরিকল্পনা থাকলেও কয়েকজন প্রার্থীর আবেদনের কারণে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেওয়া হয়, যা সময় বেশি নেয়। দুটি বড় হলের ভোট গ্রহণে দুপুর পর্যন্ত অপেক্ষাকৃত কম অংশগ্রহণ ছিল, ফলে বিকেলে লাইনে অনেক ভোটার আসে। নিয়ম অনুযায়ী তাদের সবাইকে ভোট দিতে হয়। ম্যানুয়াল গণনা শুরুতে ধীরগতিতে হয়েছিল, পরে গণনার গতি বেড়ে যায়। শুরুতে ৫টি টেবিলে গণনা হলেও পরে সংখ্যা বৃদ্ধি করে ১০ করা হয়েছে এবং প্রতিটি টেবিলে সিসিটিভি স্থাপন করা হয়েছে। এছাড়া, অনেক হলের পোলিং এজেন্টের অনুপস্থিতির কারণে ব্যালট বাক্স খোলা ও গণনা বিলম্বিত হয়েছে।
রাশিদুল আলম জানিয়েছেন, ‘প্রাথমিক সব জটিলতা কাটিয়ে বর্তমানে গণনা স্বাভাবিক গতিতে চলছে এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।’

 
                            -20250911143715-20250912093539.jpg) 
                                    -20250912145621.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন