আমার প্রথম কাজ হলো দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। যেখানে সবার চিন্তা-ভাবনা নিয়ে আমরা আগামীর নতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করব বলে জানিয়েছেন জাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
আব্দুর রশিদ জিতু বলেন, শিক্ষার্থীরা আমার ওপর যে ভরসা রেখেছেন, সেই জায়গা থেকে আমি অবশ্যই শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার বিষয়কে গুরুত্ব দিয়ে সবসময় কাজ করার চেষ্টা করবো। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কখনো আপস করিনি। আগামীতেও আপস করবো না, ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যেকোনো চাওয়া-পাওয়াকে সবার আগে গুরুত্ব দিয়ে আমি কাজ করে যাব।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনে অব্যবস্থাপনা ছিল, কিছু ত্রুটি ছিল।
নবনির্বাচিত জাকসু ভিপি বলেন, সবকিছু ছাপিয়ে ৩৩ বছর পর এই নির্বাচন আয়োজন প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন, তারা শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আমাদের উপহার দিয়েছেন। আর যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আমরা মনে করি, নির্বাচনে ভরাডুবির ভয়েই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।
নির্বাচনে জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি চারটির মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও দুটি স্বতন্ত্র থেকে নির্বাচিত।
জাকসু নির্বাচনে যেখানে সংখ্যাগরিষ্ঠ পদেই শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেখানে শীর্ষ পদে (ভিপি) জয়লাভ করে আলোচনায় এসেছেন আবদুর রশিদ জিতু।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন