মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এই দাবিতে আজ রোববার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী। আন্দোলনকারীরা জানিয়েছেন, রাতেও তারা শহীদ মিনারে অবস্থান করবেন এবং সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, ‘আমাদের একমাত্র দাবি, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা নিশ্চিত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।’
তিনি আরও জানান, ‘রাতেই আমরা একটি বৈঠকে বসব। সরকার যদি কোনো কার্যকর সিদ্ধান্ত বা আশ্বাস দেয়, তাহলে তা বিবেচনায় নেওয়া হবে।’
এ দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত ছয়জন শিক্ষককে আটক করে পুলিশ। তবে রাত সাড়ে ৭টার দিকে জোটের আহ্বায়ক ও সদস্য সচিবের তত্ত্বাবধানে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
পটভূমি
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর, সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার সিদ্ধান্ত নেয়। তবে ৫ অক্টোবর ঘোষণা প্রকাশ্যে আসার পর শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন।
পরবর্তীতে, ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা ২ হাজার থেকে ৩ হাজার টাকা করার একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, এটি তাদের মূল দাবির কাছাকাছিও নয়।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন পান। তারা মাসে পাচ্ছেন ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ১ হাজার ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা। উৎসব ভাতা আগে বছরে দুইবার মূল বেতনের ২৫ শতাংশ হারে দেওয়া হলেও গত মে মাসে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।
আন্দোলনকারী শিক্ষকরা বলেন, ‘বর্তমানে বাড়িভাড়া ভাতা মাত্র ১ হাজার ৫০০ টাকা, যা জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারি চাকরিজীবীদের মতো আমাদেরও ন্যূনতম মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে হবে।’
তারা আরও জানান, ‘আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন