বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ববি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৩:২১ পিএম

বছরজুড়ে নানান ঘটনার সাক্ষী বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৩:২১ পিএম

বছরজুড়ে নানান ঘটনার সাক্ষী বরিশাল বিশ্ববিদ্যালয়

ছবি: রূপালী বাংলাদেশ

নতুন বছর-২০২৪ সালের হাওয়া বইছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ছিল অস্থিরতার বছর। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, বিভিন্ন দাবিতে আন্দোলন, এইসব ঘটনা বরিশাল বিশ্ববিদ্যালয়কেও ছুঁয়েছিল। বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে বদলে গিয়েছিল, তা সরাসরি প্রভাব ফেলেছিল ক্যাম্পাসে। বছরজুড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ সময়কালে ঘটে যাওয়া নানা ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো।

শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ২০২৪ সাল শুরু হয় স্থানীয়দের হামলা দিয়ে। রেস্টুরেন্টে খেতে বসা নিয়ে স্থানীয়দের হামলায় আহত হন ছয় শিক্ষার্থী। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় কাউন্সিলের সঙ্গে আলোচনার মধ্যমে বিষয়টির সমাধান করেন।

উপাচার্য নিয়োগ

সাবেক উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের মেয়াদ ২০২৩ সালের ৫ নভেম্বর শেষ হলে রুটিন উপাচার্য হিসেবে দায়িত্ব নেন ড. বদরুজ্জামান ভুঁইয়া। চলতি বছর ৪ মার্চ এক প্রজ্ঞাপনে তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে জুলাই বিপ্লবকে ঘিরে তার দায়িত্ব বেশিদিন টেকসই হয়নি। ছাত্রদের আন্দোলনের মুখে গত ২০ আগস্ট পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপরে ২৩ সেপ্টেম্বর ববির পঞ্চম ও প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. শুচিতা শারমিন।

চার শিক্ষার্থীর আত্মহত্যা

গত ১ বছরে ববির তিন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তারা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিবনা শাহারিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বৃষ্টি সরকার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দেবশ্রী রায় এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেফা নূর ইবাদি। তারা খুবই আত্মকেন্দ্রিক ছিলেন এবং কারো সঙ্গে মিশতেন না। হতাশা থেকে তারা আত্মহত্যার মতো জঘন্য কাজ বেছে নেন।

কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, আহত

সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন।

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে অন্যান্যদের মতো ববি শিক্ষার্থীরাও আন্দোলন শুরু করেন। পুলিশি বাধা উপেক্ষা করে তারা বরিশাল- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে, আগুন জ্বালিয়ে, রাস্তা আটকিয়ে ফুটবল খেলে আন্দোলন চালিয়ে যান তারা। আন্দোলনে শিক্ষার্থীদের নানা সাঁজে দেখা যায়, কেউ পিঠে স্লোগান নিয়ে, কেউ কাফনের কাপড় পরে, কেউ-বা হাতে লিফলেট-পতাকা নিয়ে। আন্দোলনের সময় ছাত্রলীগের হামলার অন্তত ১৫ জন আহত হন। হামলায় জড়িত ছিলেন, ছাত্রলীগের মাহমুদুল হাসান তমাল, আল সামাদ শান্ত, খালেদ হাসানা, শাহরিয়ার সান, সাব্বির, জাইফ, সাইফ, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলামসহ অনেকে।

সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা

কোটাবিরোধী আন্দোলনে সাংবাদিকের ওপর হামলা করে ববি ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল পত্রিকার প্রতিনিধি আবু উবাইদা আহত হন। ছাত্রলীগের শান্ত-তমাল-আরাফাত গ্রুপের অনুসারী ২০২১-২২ শিক্ষাবর্ষের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ সুমন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের শিমুল, বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের রাকিবসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী এ হামলায় জড়িত ছিলেন। তবে এ হামলার সুষ্ঠু বিচার আজও পাননি ভুক্তভোগী সাংবাদিক।

আন্দোলনে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ

কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে প্রথম স্মৃতিসৌধ নির্মাণ করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর ১৬ জুলাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই টানা ৬ ঘণ্টা রাস্তা অবরোধের পর নির্মাণাধীন স্মৃতিসৌধের সামনে নিহতদের স্মরণ করা হয় এবং ববিতে স্মৃতিসৌধ নির্মাণ কাজ শুরু হয়।

জুলাই বিপ্লবে প্রথম স্বাধীন ববি

বলা হয়, জুলাই বিপ্লবে প্রথম স্বাধীন হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। ১৮ জুলাই দুপুরে ১১টার দিকে শিক্ষার্থীরা ‘কমপ্লিটি শাটডউট’ কর্মসূচি নিয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে অবস্থান করলে পুলিশ বাধা দেয় এবং টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে চড়াও হয় এবং সবাই একযোগে পুলিশের ওপরে আক্রমণ করে। এতে বাধ্য হয়ে আন্দোলনত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়ে পুলিশ।

ক্যাম্পাসে সবধরনের রাজনীতি নিষিদ্ধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভার সিদ্ধান্তে এ আদেশ কার্যকর করা হয়।

শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী বহিষ্কার

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের ঘটনায় দুই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার (ছাত্রত্ব বাতিল) করা হয়েছে। বাকি একজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। শৃঙ্খলা কমিটির সুপারিশে ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় ৮৬তম বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তোপের মুখে উপাচার্যসহ ২০ জনের পদত্যাগ

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ বদরুজ্জামান ভূঁইয়া। উপাচার্যের পদত্যাগের পরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, চার হলের প্রভোষ্ট এবং বিভিন্ন দপ্তরের পরিচালকসহ মোট ২০ জন ব্যক্তিগত ও পারিবারিক কারণসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে পদত্যাগ করেন।

ববি-বিএম সংঘর্ষ

জমি-বিরোধ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে গভীর রাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএম কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর করেন। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন।

ছাত্রদলের ৮ বছরের নিষ্ক্রিয় কমিটি বিলুপ্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গত ৮ অক্টোবর দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।  দুই বছর মেয়াদের ওই কমিটি প্রায় আট বছর পার করলেও শুরু থেকেই ওই কমিটির কোনো কার্যক্রম ক্যাম্পাসে দেখা যায়নি।

ববি শিক্ষার্থীর প্রাণ গেল সড়কে, বিক্ষোভ আগুন

বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের হিরণ পয়েন্টে বাসের ধাক্কায় নিহত হন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইসা ফৌজিয়া মিম। রাস্তা পার হওয়ার সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে একটি বাস তাকে তীব্র গতিতে বাসের চাকায় হয়ে প্রাণ হারান তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ববি। এসময় ঘাতক নারায়ণগঞ্জ এক্সপ্রেস বাসটি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয়ে তালা

গত ২৮ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাঁর কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবের চেতনা ধারণ না করা ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা ও বিগত তিন মাসে ভিসি শিক্ষার্থীবান্ধব কোনো কাজ না করার অভিযোগে পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা।

আরবি/জেআই

Link copied!