খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ এবং সেখানে অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে ফের বিক্ষোভ ও শাহবাগ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বুধবার বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এরপর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :