দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) নতুন ভিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার যুগ্মসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী—অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:), এনডিসি, পিএসসি, এফআইবি, কুমিল্লার ‘বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি সায়েন্স এন্ড টেকনোলজি’র সাবেক উপাচার্যকে ঢাকার বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী তিনটি শর্তের মধ্যে রয়েছে, ভিসি পদে তাদের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন এবং তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :