স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা না হলে লাশ হয়ে ঘরে ফেরার হুঁশিয়ারি দিয়েছে সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদ নামের একটি সংগঠন।
শনিবার (২১ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা এসেছে।
ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মাওলানা ফরহাদ হোসেন তালুকদার বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল আমরা কাফনের কাপড় পরে এই রাজপথে অবস্থান করব। সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা এই কাফনের কাপড় সঙ্গে নিয়ে এসেছি, হয় আপনারা এমপিও দেবেন নইলে আমরা ঢাকা থেকে ফেরত যাব না, লাশ হয়ে ফেরত যাব।
আন্দোলনের ঘোষণা দিয়ে ঐক্য পরিষদের এই নেতা বলেন, সব ননএমপিওভুক্ত ভাইদের বলব, কাল রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সব অলি-গলিতে সমবেত হোন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, দুর্বার আন্দোলনের আর কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, মে মাসের পর জুনও চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এমপিও বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি এই দাবি দাওয়ার পরিসমাপ্তি দেখতে চান।
এদিন সকাল ১০টা থেকে ননএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়। প্রায় শতাধিক শিক্ষক এখানে উপস্থিত হয়ে অবস্থান কর্মসূচিতে বসেন।
শিক্ষকরা বলেন, ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের নেওয়াকে রাষ্ট্রের এক নাম্বার অগ্রাধিকার হতে হবে। দেশে আন্দোলনরত যত পেশাজীবী সংগঠন যত দাবি করেছে তার মধ্যে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন দেওয়া সবচেয়ে যৌক্তিক ও মানবিক দাবি।

 
                             
                                    



 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031234404.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন