বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা দিয়েছে ৫ শতাধিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের দেওয়া মোট ৮০১টি পদে প্রার্থীদের সুপারিশ করা হবে না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সংশ্লিষ্ট সূত্র।
নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসি’র এক কর্মকর্তা জানান, শূন্য পদের তথ্য দেওয়ার সময় প্রতিষ্ঠানপ্রধানরা ভুল করেছিলেন। পরে তারা বিষয়টি জানিয়ে আবেদন করেন। এই আবেদনের ভিত্তিতে ভুল চাহিদায় নিয়োগ না দেওয়ার জন্য টেলিটক কাজ করছে।
গত ১৬ জুন শিক্ষক নিয়োগের জন্য লক্ষাধিক পদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আবেদন গ্রহণ শুরু হয় ২২ জুন এবং শেষ হয় ১০ জুলাই রাত ১২টায়। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা।
এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ ফাঁকা। ফলে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031234404.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন