ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

জাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৯:২৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে  প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। 

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন গণঅভ্যুত্থানে শহীদ নাফিসা মরওয়ার মামা মো. হযরত আলী।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম। 

সহ-সাধারণ সম্পাদক (এজিএস, ছেলে) পদে সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান এবং এজিএস (মেয়ে) পদে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মালিহা নামলাহকে মনোনীত করা হয়েছে। 

এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফারহানা বিনতে জিগার ফারিনা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মার্জিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে রাঈদ হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা বৈশাখী, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে সাবিকুন্নাহার পলি, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে রিং ইয়ং মুরং রুপম, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে নকিব আল মাহমুদ অর্ণব, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে আহসান লাবীব, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) পদে নাদিয়া রহমান অন্বেষা, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) পদে কাজী মেহরাব তুর্য, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে নাসিম আল তারিক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে মো. নাহিদ হাসান ইমন মনোনীত হয়েছেন।

সদস্য পদে পৃষতী খান, তানজিলা তাসনীম সেতু, আফিয়া ইবনাত সামিহা, সাদাত হানে ইসলাম, জ্বামীন আহমেদ ও মোহাম্মদ আলী চিশতিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ক্রীড়া সম্পাদক পদে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল এবং জাতীয় ফুটসাল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণ নির্বাচনে মনোনয়ন দাখিল করায় তার সম্মানে কোনো প্রার্থী মনোনীত করেনি সংগঠনটি। পাশাপাশি নাট্য সম্পাদক পদ কো-অপ্ট রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাবি শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার, জুলাই আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আদিবাসীসহ সব শিক্ষার্থীকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনের বাইরে অন্যান্য পদেও নারী প্রার্থী রাখা হয়েছে। এই প্যানেলের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।