ঢাকার ব্যস্ত রাস্তায় হঠাৎই যেন থেমে গেল সময়। ব্যস্ত মানুষ আর গাড়ির হুড়োহুডড়ির মাঝেও ফুটপাতে বসে ছোট্ট নিষ্পাপ হাসি আর মিষ্টি কেকের আনন্দের মাঝে ছড়িয়ে পড়ল মানবিকতার উষ্ণতা। ঢাকাই চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের আলোচিত মুখ সুনেরাহ বিনতে কামালের শেয়ার করা এক ভিডিওতে ঠিক এই মুহূর্তটি ধরা পড়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুনেরাহর শেয়ার করা এই ভিডিওতে দেখা যায় ৫-৬ জন পথশিশু ফুল বিক্রেতার সঙ্গে বসে কেক কাটছেন তিনি। শুধু শিশু নয়, পাশে একজন বয়োজ্যেষ্ঠ ফুলবিক্রেতাও ছিলেন। কেক কাটা শেষে নিজ হাতে একে একে সবাইকে কেক খাইয়ে দেন সুনেরাহ। মিষ্টি হাসিতে তিনি বলেন, ‘আজকে আমাদের সবার জন্মদিন’।
ভিডিওটি শেয়ার করার ঘণ্টাখানেকের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি তার মানবিকতা ও সারল্যের জন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সুনেরাহ বিনতে কামাল চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছেন। সম্প্রতি তাকে দেখা গেছে ‘অন্তর্জাল’ সিনেমায় এবং শীঘ্রই কলকাতার একটি নতুন প্রজেক্টে তিনি অভিনয় করতে যাচ্ছেন।
এই ভিডিও দেখেই বোঝা যায়, সুনেরাহ কেবল পর্দার তারকা নয়, বরং মানুষের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কেও তিনি অসাধারণ।