ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ইউক্রেনের আরও তিন গ্রাম দখলের দাবি রাশিয়ার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১০:৩২ পিএম
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি গ্রাম। ছবি- সংগৃহীত

পূর্ব ইউক্রেনে নতুন করে ভূখণ্ড দখলের দাবি করেছে রুশ সেনারা। মার্কিন নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টা ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই এমন দাবি করল রাশিয়া।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার টেলিগ্রামে জানায়, দোনেৎস্ক অঞ্চলে সেনারা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আরও ভেতরে অগ্রসর হয়েছে। এ সময় সুকহেতস্কে ও পানকিভকা নামের দুটি গ্রাম দখল করা হয়েছে।

এ দুটি গ্রাম এমন এক ফ্রন্টলাইনের কাছাকাছি, যেখানে গত সপ্তাহে রুশ সেনারা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ঢুকে পড়েছিল। ওই এলাকা পোকরোভস্ক নামের একটি লজিস্টিক হাব এবং কোস্তিয়ানতিনিভকার মাঝামাঝি অবস্থিত।

পাশাপাশি, মধ্য-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও নভোহারহিভকা নামের একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ সেনারা। এ অঞ্চল গত জুলাই পর্যন্ত যুদ্ধের বাইরে ছিল।

এদিকে রুশ আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা শান্তি চুক্তির উদ্যোগ জোরদার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় নেতার সঙ্গে বৈঠকে রাজি হয়েছেন এবং কিয়েভের জন্য কিছু পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তাও মেনে নিয়েছেন।

তবে ইউরোপীয় দেশগুলো এ প্রতিশ্রুতিকে সতর্কতার সঙ্গে গ্রহণ করেছে।

ট্রাম্প ও পুতিনের মধ্যে সোমবার হওয়া এক ফোনালাপ সম্পর্কে অবগত তিনটি সূত্র জানায়, পুতিন বৈঠকটি মস্কোতে করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।