ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:৫০ পিএম
মঙ্গলবার (২৬ আগস্ট) শাহবাগ মোড় অবরোধ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

তিন দফা দাবিতে বুধবার (২৬ আগস্ট) রাজধানীর শাহবাগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় এ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ জানান, এ কর্মসূচিতে সারা দেশের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীদের তিনটি দাবি হলো, ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে। দ্বিতীয়ত, ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে। এ ছাড়া বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া,  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।