ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করল জাকসু 

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:০৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের সব প্রার্থীকে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, জাকসু নির্বাচনে সব প্রার্থীকে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বিজ্ঞপ্তি দিয়ে দুয়েকদিন সময় দিয়ে টেস্ট করা হবে। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডোপ টেস্ট করাতে পারবেন।

উল্লেখ্য, জাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে কেউ যেন মাদকাসক্ত না থাকে সেটা নিশ্চিত করতেই প্রার্থীদের বাধ্যতামূলকভাবে ডোপ টেস্টের দাবি জানিয়েছিলেন কয়েকজন প্রার্থী ও শিক্ষার্থী। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে। 

এর আগে, গত সোমবার (২৫ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকায় মোট ২৭৬ জন প্রার্থীর থেকে ২৫৬ জনকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য যোগ্য ঘোষণা করা হয়। খসড়া অনুযায়ী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি (ভিপি) পদে লড়বেন ২০ জন প্রার্থী।

খসড়া তালিকা অনুযায়ী ভিপি পদে প্রার্থীরা হলেন: বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. শেখ সাদী হাসান, রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম, ইংরেজি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাব্বি হোসেন, মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জল, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু, সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সোহানুর রহামান, ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচ শিক্ষার্থী আরিফ উল্লাহ, নৃবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের মো. নাঈম খন্দকার, প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য রায় জন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সুয়াইব হাসান, গণিত বিভাগের ৪৯তম ব্যাচের মো. সাফায়েত মীর, সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মো. রাব্বি হোসেন, ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. মামুন মিয়া, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল মান্নান, রসায়ন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জাকিরুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. মাহফুজুল ইসলাম মেঘ, দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের মো. রাসেল আকন্দ এবং দর্শন বিভাগের ৫০তম ব্যাচের শরীফ মুহাম্মদ। এর মধ্যে শেখ সাদী ভিপি ও সাধারণ সম্পাদক (জিএস) উভয় পদে মনোনয়ন জমা দিয়েছেন।

অন্যান্য পদে প্রার্থীদের মধ্যে জিএস পদে রয়েছেন ১৭ জন। এর মধ্যে পুরুষ প্রার্থী রয়েছেন ১৫ জন এবং নারী প্রার্থী রয়েছেন ২ জন । এজিএস (পুরুষ) পদে  ২১ জন এবং এজিএস (নারী) পদে ৯ জন, শিক্ষা গবেষণা সম্পাদক পদে ১৩ জন, পরিবেশ ও প্রকৃতি সম্পাদক পদে ১৩ জন, সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৯ জন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ১১ জন, নাট্য সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৫ জন, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে ১২ জন এবং নারী পদে ৬ জন । তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ১৪ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে ১৪ জন, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (পুরুষ) পদে ১৪ জন এবং নারী পদে ৫জন প্রার্থী রয়েছেন। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে ১২ জন, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন, কার্যকরী সদস্য ৩টি পুরুষ এবং ৩টি নারী পদে জন্য রয়েছেন পুরুষ ৩২ জন ও নারী ১৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচনের যোগ্য ঘোষণা করা হয়েছে।