ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

কেন্দ্রে ঢুকতে না পারার অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:০৭ এএম
অভিযোগকারীরা। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ভোটকেন্দ্রে এজেন্ট প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৈধ কার্ড থাকা সত্ত্বেও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনায় নির্বাচন পরিচালনা সংশ্লিষ্টদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংগঠন মনোনীত জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী খায়রুল আহসান মারজান এ অভিযোগ তুলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুমোদিত এজেন্ট তালিকা ও ছবিসহ কার্ড হাতে থাকলেও আমাদের প্রতিনিধিদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। বরং তাদের বের করে দিচ্ছে নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারা।’

তিনি আরও অভিযোগ করেন, ‘ইউল্যাব কেন্দ্রে সকাল ৮টার আগেই ছাত্রদলের প্যানেল থেকে পাঁচজন এজেন্ট ঢোকার সুযোগ পেলেও আমাদের পক্ষ থেকে একজন বৈধ কার্ডধারীকেও ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টি জানতে চাইলেও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কেউ কোনো সদুত্তর দিচ্ছেন না।’

মারজান বলেন, ‘আমরা আগেই আশঙ্কা করেছিলাম, নির্বাচন কমিশনে থাকা সাদা দলের সংশ্লিষ্ট কিছু ব্যক্তি একটি নির্দিষ্ট সংগঠনের পক্ষ হয়ে কাজ করছেন। আজকের ঘটনার মাধ্যমে সেটি স্পষ্ট হয়েছে। পক্ষপাতদুষ্ট নির্বাচন কখনোই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘যদি আমাদের এজেন্টদের প্রবেশ নিশ্চিত না করা হয় এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় না থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে।’