ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ভোট কারচুপির অভিযোগ জিএস প্রার্থী বাকের মজুমদারের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৫৩ পিএম
বাগছাস সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।  ছবি- সংগৃহীত

কার্জন হল কেন্দ্রের অমর একুশে হলে ভোট কারচুপি হওয়ার অভিযোগ তুলেছেন বাগছাস সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করে বলেন, একুশে হলে ব্যালট পেপার আগে থেকে পূরণ করা ছিল। পরে সেখানে বিষয়টি জানতে চাইলে কার নামে তা পূরণ করা ছিল প্রশাসন তা জানায়নি। এ ঘটনায় একজন পোলিং অফিসার জড়িত ছিল। এমন ঘটনা আমরা ইউল্যাব কেন্দ্রেও শুনেছি।

তিনি বলেন, আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম, এখনো চাই। আশা করি, শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্ব খুঁজে নিবেন। যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বিভিন্ন পন্থা তৈরি করছে, শিক্ষার্থীরা ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের রুখে দিবে।

আবু বাকের মজুমদার বলেন, প্রতিটি কেন্দ্রে ৩ থেকে ৪শ ভোট কনভার্স করা হচ্ছে। আমরা এখনো আশা জারি রাখতে চাই। কারা ক্ষমতাকে চুরি করতে চায় প্রশাসন সেটা বের করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা চুরি করেছিল, এমন হলে প্রয়োজনে নতুন করে ঢাবিতে আবার অভ্যুথান হবে। 

অভিযোগ করে তিনি বলেন, শামসুন নাহার হলে সাদা দলের লোক ইমব্লেন্স সৃষ্টি করে আশঙ্কা তৈরি করেছে। এই আশঙ্কার কথা আমরা দীর্ঘদিন বলে আসছি। আজকের সেই আশঙ্কা মাঠে দেখা যাচ্ছে।