ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ভোটকেন্দ্রে প্রবেশ করে কোনো নিয়ম ভাঙেননি। আচরণবিধির নির্ধারিত ধারা অনুযায়ী, প্রার্থীরা চাইলে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন। ফলে আবিদুল ইসলামের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগটি ভিত্তিহীন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন আবিদ। তবে এ ঘটনা নিয়ে একটি জাতীয় দৈনিক এবং ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদেক কায়েম তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।
তবে নির্বাচন কমিশনের আচরণবিধির ১২ ধারার (খ) উপধারা অনুযায়ী, প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই। সেখানে বলা আছে, ‘নির্বাচনি কর্মকর্তা, কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট ও রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।’ অর্থাৎ প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের অধিকার রয়েছে।
এ বিষয়ে আবিদুল ইসলাম জানান, তিনি নিজে থেকে কেন্দ্রে প্রবেশ করেননি, বরং নির্বাচনি কর্মকর্তাদের অনুমতি নিয়েই সেখানে প্রবেশ করেছিলেন।
এদিকে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। তার আগে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খুলে সবার সামনে প্রদর্শন ও সিলগালা করা হয়।