জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন গণনা স্থগিতের খবর নিশ্চিত করে। একই সঙ্গে শিক্ষকরা জরুরি সভার সভার আহ্বান করেন।
এই সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর গণনা কার্যক্রম শুরু হয়। তবে গণনা চলাকালীন কোনো কারণে তা বন্ধ করতে হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্তব্য এখনও আসেনি। পরিস্থিতি শান্ত রাখতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
 

 
                             
                                    -20250911143715-20250912093539.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন