‘গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা আয়োজন করতে চাই।’
সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ।
তিনি বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দ্রুত আয়োজন করার। তবে আমরা যত দ্রুতই পরীক্ষা নেই না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষা আয়োজন করতে হবে। তা না হলে আমাদের এখানে যারা ভর্তির সুযোগ পাবেন, তারা পরবর্তীতে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যাবেন। ফলে বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।’
চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘আগামী ১০ আগস্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি সভা রয়েছে। ওই সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া আগামী ১১ আগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হবে।’