নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভোক্তা স্বার্থ রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়’-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলিম আখতার খান। সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।
সেমিনারে বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) আব্দুল জলিল, এনএসইউর কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান, মার্কেটিং ও আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের চেয়ারম্যান ড. খন্দকার মো. নাহিন মামুন এবং আইন বিভাগের সিনিয়র লেকচারার মো. লোকমান হোসেন।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বাস্তবায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়।
উপস্থাপনায় উঠে আসে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা, আইন সংশোধনের উদ্যোগ ও তরুণ প্রজন্মের সম্পৃক্ততার গুরুত্ব।
অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান ভোক্তা অধিকার সংরক্ষণে অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরেন একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে। এ ছাড়া সাম্প্রতিক কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
ড. নাহিন মামুন শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান শিক্ষার্থীদের।
লোকমান হোসেন ভোক্তা অধিকারের আন্তর্জাতিক প্রেক্ষাপট ও নীতি ব্যাখ্যা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘শুধু শাস্তি নয়, সচেতনতা দিয়েই ভোক্তার অধিকার নিশ্চিত করা সম্ভব।’
তিনি আইন হালনাগাদ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মতামত প্রদানের আহ্বান জানান এবং সেমিনারে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
সেমিনার শেষে উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন, ‘ভোক্তার অধিকার নিশ্চিত করা মানবাধিকারেরই অংশ। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি ভোক্তাবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।’