‘মানবিক যাত্রার গল্প, সম্ভাবনার নতুন দিগন্ত’ শীর্ষক প্রতিপাদ্যকে কেন্দ্র করে তার গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অঙ্গীকারের নতুন প্রত্যয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসটিসি'র মাননীয় গভার্নিং বডির চেয়ারপারসন মিজ সানজিদা ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হোসেন জিল্লুর রহমান, সাবেক উপদেষ্টা তত্তাবধায়ক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: ইনামুল হক, মহাপরিচালক, হেলথ ইকোনোমিক ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বর্তমান বোর্ড সদস্য ড. মোঃ গোলাম রহমান। আরো উপস্থিত ছিলেন।
ভাইসচেয়ার মিজ গিতালী বদরুননেসা হাসান। তাদের উপস্থিতি সংগঠনের কৌশলগত লক্ষ্য ও সামাজিক দায়বদ্ধতার প্রতি গভীর অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
পিএসটিসি'র নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ একটি উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটির দীর্ঘ ৪৭ বছরের যাত্রার বিভিন্ন মাইলফলক তুলে ধরেন। তিনি কীভাবে একটি সংকটময় সময়ে যাত্রা শুরু করে পিএসটিসি আজ বাংলাদেশের অন্যতম আস্থা অর্জনকারী উন্নয়ন সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছে তা তুলে ধরেন। স্বাস্থ্য, অধিকার, যুব নেতৃত্ব, জলবায়ু পরিবর্তন, শিক্ষা এবং মানবিক সহায়তা-সবখাতেই প্রতিষ্ঠানটি রাখছে উল্লেখযোগ্য অবদান।
গভার্নিং বডির সাবেক চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘পিএসটিসি-র ৪৭ বছরের পথচলা একটি মানবিক ও অধিকারভিত্তিক উন্নয়ন দর্শনের প্রতিচ্ছবি। এই অসাধারণ যাত্রায় আমরা গর্বিত এবং আগামীর পথে আমরা আরও শক্তি ও প্রত্যয়ে এগিয়ে যেতে চাই-যেখানে পিএসটিসি হবে আশার, সুযোগের এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক।’